নৌকার প্রচারণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক, শোকজ
যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজী নাবিল আহমেদের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষককে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। যশোর সদর-৩ আসনের দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ শম্পা বসু শুক্রবার (৫ জানুয়ারি) তাদেরকে শোকজ করেন।
দুই শিক্ষক হলেন— যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুস সামাদ ও পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্লা। শোকজের পর ওইদিনই তারা দুজন আদালতে লিখিত ব্যাখ্যা দিয়েছেন।
এদের মধ্যে আব্দুস সামাদ আদালতে সশরীরে হাজির হয়ে এবং অপরজন ড. সাইবুর রহমান মোল্লা ঢাকাতে অবস্থান করায় ভার্চুয়ালি ব্যাখ্যা দিয়েছেন। তারা দুজনই অনুসন্ধান কমিটির কাছে এ ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
উল্লেখ্য, গত দুই ডিসেম্বর সন্ধ্যায় যশোর শহরের পাইপপট্টি মোড়ে যশোর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কাজী নাবিল আহমেদের উপস্থিতিতে তার নির্বাচনী পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে বক্তব্য দেন।