২৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৪৮
৪৩তম বিসিএসে প্রশাসন ক্যাডারে প্রথম বুটেক্সের শাওন

৪৩তম বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে চূড়ান্ত সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে এই চূড়ান্ত সুপারিশের ফল প্রকাশ করা হয়।
এবার প্রশাসন ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থী শানিরুল ইসলাম শাউন। তিনি বুটেক্সের ৪০তম ব্যাচের এ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার দেশের বাড়ি হবিগঞ্জ জেলায়।
পরে ফেসবুকের এক পোস্টে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে শাউন লিখেন, “শোকর আলহামদুলিল্লাহ। ৪৩তম বিসিএস পরীক্ষায় আমি প্রশাসন ক্যাডারে ১ম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হয়েছি। সবাই দোয়া করবেন আমার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।”
সর্বশেষ সংবাদ
{{home_title}}

এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতার পদত্যাগ

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সেক্রেটারির পদত্যাগ, ফেসবুক পোস্টে লিখলেন— ‘আমরা ব্যর্থ’

ঢাবি-বুয়েটসহ ২৩ কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় বিক্ষোভ
