উড়োচিঠিতে শুরু, র্যাংকিংয়ে সাফল্য আর শিক্ষার্থীদের অর্জনে বছর শেষ
মহাকালের গহ্বরে বিদায়ের দ্বারপ্রান্তে আরও একটি বছর। আশা-হতাশার ২০২৩ সাল আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছে। এবছর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় মেয়াদে উপাচার্যের নিয়োগ, সিন্যাপ্স র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের সাফল্য, শিক্ষার্থীদের স্বর্ণপদক অর্জন, জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন, বিভিন্ন আন্দোলন কর্মসূচিসহ নানা বিষয় নিয়ে সরগরম ছিল। ২০২৩ সালে নোবিপ্রবির আলোচিত এসব ঘটনা নিয়ে সাজানো হয়েছে এ সালতামামি।
যৌন হয়রানি ও অনৈতিক সম্পর্কের বিষয়ে উড়োচিঠি
বছরের শুরুতে ছাত্রীদের যৌন হয়রানি ও নারী শিক্ষকদের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানো সম্পর্কে ঢাকা জিপিও থেকে একটা উড়োচিঠি আসে। উড়ো চিঠিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের একাধিক জ্যেষ্ঠ পুরুষ শিক্ষক ছাড়াও বেশ কয়েকজন নারী শিক্ষক এবং একাধিক নারী কর্মকর্তার নাম উল্লেখ করা হয়।
এর মধ্যে একজন শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের বেশি নম্বর দেওয়ার কথা বলে যৌন হয়রানি, ফোন করে অশ্লীল কথাবার্তা বলার অভিযোগ তোলা হয়। এ ছাড়া চিঠিতে একাধিক শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন বিভাগের বেশ কয়েকজন নারী শিক্ষক ও নারী কর্মকর্তার সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগ করা হয়।
প্রথমবারের মতো অ্যাথলেটিকস প্রতিযোগিতার আয়োজন
বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৭ বছর পর ২০২৩ সালের মার্চে নোবিপ্রবিতে প্রথম অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এ প্রতিযোগিতাকালীন একাডেমিক কার্যক্রম চলমান থাকায় তুলনামূলকভাবে অনেক কম শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। এরপর থেকে প্রতিবছর এ প্রতিযোগিতার আয়োজন করা হবে জানায় শরীরচর্চা বিভাগ।
কাঁকড়া চাষে নতুন প্রযুক্তি উদ্ভাবন
সম্পূরক খাদ্য ব্যবহার করে হ্যাচারিতে কাঁকড়ার পোনা উৎপাদনের পদ্ধতি উদ্ভাবন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন। কাঁকড়ার পোনা নার্সিং এবং মোটা তাজাকরণের লক্ষ্যে প্রকল্পটি কক্সবাজার এবং সাতক্ষীরা জেলায় ১৮ মার্চ থেকে চলমান রয়েছে। প্রথম পর্যায়ে উৎপাদিত প্রায় ২০ হাজার পোনা কক্সবাজারের ১৩ জন কাঁকড়া চাষিকে সরবরাহ করা হয়।
সিন্যাপ্স র্যাংকিংয়ে বিজ্ঞান ও প্রযুক্তিতে ৪র্থ
সিন্যাপ্স র্যাংকিং-২০২৩ এ ৪৭টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে ১৯১৮ পয়েন্ট নিয়ে ৩ ধাপ এগিয়েছে নোবিপ্রবি। র্যাংকিংয়ে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৪র্থ এবং দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৪তম অবস্থানে রয়েছে বিশ্ববিদ্যালয়টি।
আবাসিক হলের ছাদে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ
২০ মার্চ বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের ছাদে সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। এ নিয়ে নিহতের বড় ভাই তংজ সাই মারমা অপমৃত্যুর মামলা করলে ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী আত্মহত্যার বিষয়টি সামনে আসে। তবে তিনি কি কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়টি এখনো জানা যায়নি। এর বাইরে এ বছর পৃথক পৃথকভাবে আরও কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যা চেষ্টা করেছেন।
দীর্ঘ ৬ বছর পর ছাত্রলীগের কমিটি
২০১৮ সালের ১৮ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগের নোবিপ্রবি শাখার প্রথম কমিটি বিলুপ্ত করা হয়। এরপর প্রায় দীর্ঘ ৬ বছর পর ২০২৩ সালের ১৩ অক্টোবর নাঈম রহমানকে সভাপতি এবং জাহিদ হাসান শুভকে সাধারণ সম্পাদক করে নোবিপ্রবিতে ছাত্রলীগের ২য় কমিটি গঠন করা হয়।
দ্বিতীয় মেয়াদে উপাচার্য
এ বছর প্রথম মেয়াদের দায়িত্ব পালন শেষে ১৩ আগস্টা দ্বিতীয় মেয়াদে ফের বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। এর আগে ২০১৯ সালের ১৩ জুন থেকে ২০২৩ সালের জুন মাস পর্যন্ত তিনি পঞ্চম উপাচার্য হিসেবে প্রথম মেয়াদে দায়িত্ব পালন করেন।
৮ দাবি নিয়ে অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মবিরতি
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ জসিম উদ্দিনের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দ্রুত সময়ের মধ্যে স্থায়ী পদে মুক্তিযুদ্ধের স্বপক্ষের যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্ট্রার নিয়োগ প্রদান করাসহ ৮ দাবি নিয়ে ৩১ জানুয়ারি থেকে ৪ দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন নোবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতা-কর্মীরা।
যৌন হয়রানির দায়ে অভিযুক্ত শিক্ষকের পদত্যাগ
শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক এস এম মুশফিকুর রহমান আশিকের বিরুদ্ধে যৌন হয়রানি ও মার্ক টেম্পারিংসহ নানা ধরনের অভিযোগ তুলেন শিক্ষা বিভাগের ১৩, ১৪,ও ১৫তম বিভাগের শিক্ষার্থীরা। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষককে পদাবনতি দেওয়ার পাশাপাশি ৫ বছর শিক্ষা ছুটিসহ বাতিলসহ কয়েকটি শর্ত দেওয়া হয়। পরবর্তীতে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।
স্বর্ণপদকের জন্য নির্বাচিত নোবিপ্রবির তিন শিক্ষার্থী
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯’ এর জন্য মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সুদেব বাবু সেন অমিত (৩.৮১), সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের অর্থনীতি বিভাগের নাজমুল হাসান (৩.৮৯) এবং বিজ্ঞান অনুষদের কৃষি বিভাগের বেলায়েত হোসাইন (৩.৯৬) তিন শিক্ষার্থী।
শিক্ষক থেকে কোষাধ্যক্ষ
নোবিপ্রবির ১৭ বছরের ইতিহাসে ১৬ মার্চ প্রথমবারের মতো শিক্ষক থেকে কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অ্যাপ্লাইড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এর আগে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।
গবেষণায় বিজ্ঞান ও প্রযুক্তিতে ২য় নোবিপ্রবি
উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে করা স্পেনের মাদ্রিদভিত্তিক শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান ওয়েবমেট্রিক্সের অফিসিয়াল ওয়েবসাইটে ১৪ সেপ্টেম্বরে প্রকাশিত-২০২৩ সালের জুলাই এডিশনের জরিপ অনুযায়ী দেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে বিশ্ববিদ্যালয়টি। একই সাথে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দশম স্থানে রয়েছে প্রতিষ্ঠানটি।
প্রথমবারের মতো স্থায়ী রেজিস্ট্রার পেল নোবিপ্রবি
প্রতিষ্ঠার ১৮ বছর পেরোলেও কখনো স্থায়ী রেজিস্ট্রার ছিল না নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিভিন্ন সময় খণ্ডকালীন ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার দিয়ে চলে বিশ্ববিদ্যালয়টি। ২৮ নভেম্বর প্রথমবারের মতো স্থায়ী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ জসীম উদ্দিন।
লিফট ভোগান্তিতে নোবিপ্রবি
অন্যান্য সমস্যার পাশাপাশি নোবিপ্রবির অ্যাকাডেমিক ভবন-২ এর লিফট সমস্যাও সমালোচনায় ছিল। ভবনে ২টি লিফট থাকলেও একটি অকেজো অবস্থায় এবং অন্যটি চলমান থাকলেও ছিল নানা সমস্যায় জর্জরিত। প্রায়ই লিফটে শিক্ষার্থীদের আটকা পড়ার ঘটনা ঘটতো।
এছাড়াও দশতলার ভবনে লিফটের ডিসপ্লেতে কখনও ১২ আবার কখনও ৯৬ তলায় অবস্থান দেখায়। পরবর্তীতে সমস্যা সমাধানে ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয়। তারা রিপোর্ট জমা দিলেও সংস্কার কাজ মন্থর গতিতে চলতে দেখা যায়।
জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকীতে দোয়া করায় ইমামকে শোকজ
নোবিপ্রবির বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে। জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠান পরিচালনা না করার নির্দেশ অমান্য করায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমামকে শোকজ করা হয়।
ছাত্রলীগের দু’গ্রুপের মারামারি
চায়ের দোকানের সিনিয়র-জুনিয়র বেঞ্চে বসাকে কেন্দ্র দুই গ্রুপের একাধিক শিক্ষার্থীর মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর দুপুর আড়াইটার দিকে ওই ঘটনার জের ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের অনুসারীরা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ায়।
সিটে বসা নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সিনিয়র-জুনিয়রের মধ্যে সকালে প্রথমে বাক বিতন্ডা চললেও বেলা গড়াতেই তা সংঘর্ষে রূপ নেয়। এতে একজন শিক্ষার্থী গুরুতর আহত হন। আহদের চোখে আঘাত লাগাসহ হতাহতের ঘটনা ঘটে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়।
জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নোবিপ্রবি
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশনের (জেইউডিও) আয়োজিত জাতীয় বিতর্ক উৎসব-২০২৩ আন্তঃবিশ্ববিদ্যালয় রাউন্ডে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি।
১৫ অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে ফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হয় নোবিপ্রবিডিএসর চ্যাম্পিয়ান বিতার্কিক দল থেকে বিতর্ক করেন সংগঠনটির সভাপতি নাজমুল ইসলাম হৃদয়, সাধারণ সম্পাদক তুর্জয় চৌধুরি, সহসভাপতি তাসনিম তাবাসসুম আরিণ।
প্রায় ১৮০ দিন ধরে আন্দোলন নোবিপ্রবির বিএমএস বিভাগের শিক্ষার্থীরা
স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন কোর্সের সঙ্গে মিল থাকায় বিভাগের নাম অথবা ডিগ্রিকে রাষ্ট্রবিজ্ঞান এবং ইতিহাসের মধ্যে অধিক প্রাসঙ্গিক বিভাগে পরিবর্তন করার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে টানা প্রায় ৬ মাস (১৮০ দিন) ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
কর্মসূচি অংশ হিসেবে তারা ক্লাস পরীক্ষা বর্জন, আমরণ অনশন, সাংবাদিক সম্মেলন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন এবং বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। বিভাগটির নির্দিষ্ট বিষয় কোড না থাকায় অধিকাংশ সরকারি চাকরিতে আবেদন করতে পারছেন না এসব গ্র্যাজুয়েটরা। পরবর্তীতে ইউজিসি তাদেরকে রাষ্ট্রবিজ্ঞানে ডিগ্রি দিতে সম্মতি দেন।