গবেষণা অনুদান পেলেন পাবিপ্রবির ৬ শিক্ষক
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ৬ জন শিক্ষক ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন। এ অর্থবছরে মন্ত্রণালয়টির ‘বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচি’ খাত হতে এ বিশেষ গবেষণা অনুদান প্রদান করা হবে।
সোমবর (১৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়৷ এ বছর ৬৯৬ টি গবেষণা প্রকল্পের অনুদানের জন্য নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হয়েছে।
মোট তিনটি প্রকল্পের জন্য বিশ্ববিদ্যালয়ের ইইসিই, পদার্থ ও গণিত বিভাগের দুইজন করে মোট ছয়জন গবেষক অনুদানের জন্য নির্বাচিত হয়েছেন। একটি প্রকল্পের জন্য ইইসিই বিভাগের অধ্যাপক ড. শেখ রাসেল আল আহমেদ প্রধান গবেষক ক্যাটাগরিতে ও সহকারী অধ্যাপক মো. ফাতিন ইশরাক সহযোগী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। আরেকটি প্রকল্পের জন্য পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. লোকমান আলী প্রধান গবেষক ক্যাটাগরিতে ও অধ্যাপক ড. মো. খায়রুল আলম সহকারী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন।
এদিকে অন্য একটি প্রকল্পের জন্য গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নূর আলম প্রধান গবেষক ক্যাটাগরিতে ও সহযোগী অধ্যাপক ড. মো. আজিজুর রহমান সহকারী গবেষক ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন। মনোনীত শিক্ষকগণ প্রতিটি গবেষণার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে ২ লাখ ৫০ হাজার টাকা করে পাওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: শিক্ষার্থী থেকে শিক্ষক-কর্মকর্তা হলেন ৭ যবিপ্রবিয়ান
উল্লেখ্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৭৭-১৯৭৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়/গবেষণা প্রতিষ্ঠানে অধ্যয়নরত/গবেষণারত এমএস, এমফিল, পিএইচডি এবং পোস্ট-ডক্টরাল পর্যায়ের শিক্ষার্থী ও গবেষকদের এই অনুদান প্রদান করা হয়।