০৯ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১

যবিপ্রবিতে ১৭ চাকরিপ্রার্থী অপহরণের ঘটনায় তদন্ত কমিটি

যবিপ্রবি  © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ৭ ডিসেম্বর লিফট অপারেটর পদে চাকরি প্রার্থীদের অপহরণের ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (০৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের মাধ্যমে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: আনিছুর রহমানকে আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. হাসান মোহাম্মদ আল ইমরানকে সদস্য সচিব করে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফল ২৪ ডিসেম্বরের মধ্যে

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ ইকবাল কবির জাহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ড. মো. জাহাঙ্গীর আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক মো: আমিনুল হক। তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। 

উপাচার্য ড. মো: আনোয়ার হোসেন বলেন, ৭ ডিসেম্বরের  অপহরণের ঘটনায় আজ রিজেন্ট বোর্ডের সভায় পাঁচ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটি আগামী ৩০ ডিসেম্বর রিজেন্ট বোর্ডের সভায় তদন্ত প্রতিবেদন পেশ করবেন।