১২ নভেম্বর ২০২৩, ২১:৩২
বর্ণিল আয়োজনে হাবিপ্রবিতে দীপাবলি উদযাপন
বর্ণিল আয়োজনে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দীপাবলি উদযাপিত হয়েছে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ ধর্মীয় উৎসবে সনাতন ধর্মের অনুসারী শিক্ষার্থীরা অংশ নেন।
রবিবার (১২ নভেম্বর) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বীদের সংগঠন সনাতন বিদ্যার্থী সংসদ এ উৎসবের আয়োজন করে।
এসময় প্রসাদ বিতরণ, আরতি, ধর্মীয় সংগীত, আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। একইসঙ্গে ওয়াজেদ ভবনের সামনে প্রদীপ জ্বেলে, আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার সনাতন ধর্মাবলম্বী অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
পুজায় আসা শিক্ষার্থীরা দীপাবলির এই আলোয় দেশ, সমাজের সকল স্তর থেকে সাম্প্রদায়িকতা ও অমানিশা দূর হোক এই প্রত্যাশা করেছেন।