১০ নভেম্বর ২০২৩, ২৩:৩৮
হরতাল-অবরোধেও মেডিকেল সেবা পাবেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতাল-অবরোধেও মেডিকেল সেবা দেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।
শুক্রবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের পরিচালক অধ্যাপক ড. আসিফ ইকবাল।
এর আগে গত মঙ্গলবার অ্যাকাডেমিক সভায় সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার ক্লাস-পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে অন্যান্য দিনের মতো এ দুদিনও মেডিকেল সেন্টার খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক ড. আসিফ ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ে এখন থেকে সাপ্তাহিক ছুটিতেও ক্লাস-পরীক্ষা চালু রয়েছে। ফলে শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকবে।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জরুরি চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা মেডিকেল সেন্টার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

মাইলস্টোন দুর্ঘটনায় নিঝুমের মৃত্যু, ভাই আইসিইউতে, নিহতের দৌলতখানের বাড়িতে শোকের মাতম

চাল ভেঙে আমার ঘরের মধ্যে পড়েন পাইলট: শারীরিক শিক্ষা শিক্ষক

৬ জনের মরদেহ সিএমএইচে, এখনো হয়নি শনাক্ত

স্বাক্ষর জালিয়াতি করে অর্থ আত্মসাৎ, মাদ্রাসার অধ্যক্ষকে শুনানিতে ডাকল অধিদপ্তর
