০৬ নভেম্বর ২০২৩, ১৭:০৬

অবরোধেও ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করেছে ডুয়েট শিক্ষার্থীরা

ডুয়েট ক্যাম্পাস  © ফাইল ফটো

বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধেও স্বাভাবিক নিয়মেই চলছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সেমিস্টার ফাইনাল পরীক্ষা। তাছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রমও রয়েছে স্বাভাবিক। 

জানা যায়, দূর্গা পূজাসহ সেমিস্টার ফাইনালের (পিএল) বন্ধের পর যথারীতি পরীক্ষায় ব্যস্ত ডুয়েট সাধারণ শিক্ষার্থীরা। বিএনপি-জামাতের লাগাতার হরতাল অবরোধে থেমে নেই প্রশাসনিক কার্যক্রমও। 

মঙ্গলবার (৬ নভেম্বর) থেকে বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের ২য়, ৩য় এবং ৪র্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।

শিক্ষার্থীরা জানায়, হরতাল-অবরোধের কারণে যাতায়াতের কিছু ঝুঁকি থাকলেও আমরা সময়মতো পরীক্ষায় অংশগ্রহণ করায় আমাদের সেশনজটের ঝুঁকি কমে যাবে। এতে আমাদের স্বাভাবিক পড়াশোনায় কোনো ক্ষতি হবে না।

ডুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম জানান, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে।আমরা সব সময় চাই আমাদের শিক্ষার্থীরা যেন কোন সেশনজট ছাড়াই নিদিষ্ট সময়ে তাদের অ্যাকাডেমিক পড়াশোনা শেষ করতে পারে। সেই লক্ষ্যে আমরা আমাদের সকল কার্যক্রম পরিচালনা করতে চেষ্টা করি।