ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে হাবিপ্রবিতে সমাবেশ
ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে অবস্থান কর্মসূচি ও সংহতি সমাবেশ করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বক্তারা।
আজ শুক্রবার (১৩ অক্টোবর) জুম্মার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র বাহিনী হামাসের চলমান অভিযানের প্রতি পূর্ণ সমর্থন জানান শিক্ষার্থীরা। পাশাপাশি ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলর হত্যাযজ্ঞ, নির্যাতন এবং বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, বছরের পর বছর নানাভাবে ইসরায়েলের কাছে নির্যাতিত হচ্ছে ফিলিস্তিনের জনগণ। ফিলিস্তিনের ওপর সব নির্যাতনের অবসান ঘটিয়ে দ্রুত সময়ের মধ্যে স্বাধীন রাষ্ট্র হিসেবে মর্যাদা দেওয়া হোক।
সমাবেশে অবস্থানরত শিক্ষার্থী আসিফ আহমেদ বলেন, ফিলিস্তিনের উপর ইজরাইলের আগ্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। সেই সাথে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্ব পরাশক্তিধর দেশগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা কামনা করছি।