১২ অক্টোবর ২০২৩, ১১:৪৩

লেখাপড়া করলে আল্লাহই তোমাকে ভালো জায়গায় পৌঁছে দিবে: নোবিপ্রবি ভিসি

নবীনবরন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নোবিপ্রবি ভিসি ড. মো. দিদার-উল-আলম  © টিডিসি ফটো

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় সংসদের সাবেক স্পীকার মরহুম আবদুল মালেক উকিলের হাতে গড়া প্রতিষ্ঠান বাঁধের হাট আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীতে ভর্তিকৃত নবীন ছাত্র-ছাত্রীদের বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে বরণ করা হয়েছে।

এতে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. দিদার-উল-আলম নবীনদের উদ্দেশ্যে বলেন, ইউনিভার্সিটিতে পড়লেই যে সবকিছু হয়ে যাবে তা কিন্তু নয়। তবে তোমরা যাই কিছু করো সময় মতো করো,সময় নষ্ট করো না। লেখা পড়া করো,ভালো রেজাল্ট করো,আল্লাহই তোমাকে ভালো জায়গায় পৌঁছে দিবে। 

বুধবার (১১ অক্টোবর) দুপুরে জেলা সদরের বাঁধের হাট আবদুল মালেক উকিল ডিগ্রি (অনার্স) কলেজ মাঠে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে নোবিপ্রবি ভিসি শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্য আরও বলেন, বাবা-মা কিন্তু ভুল করে, ছেলে-মেয়েদের পড়ালেখা ছাপিয়ে দেয়ার চেষ্টা করে। অনেক প্রেশার দেয় যে ভালো রেজাল্ট, ভালো ডিপার্টমেন্ট, ভালো বিষয়ের জন্য। কিন্তু লেখা পড়া আসে ভিতর থেকে। কখনো তাদেরকে পড়ালেখার বিষয়ে চাপ দেয়া যাবে না। 

আরও পড়ুন: ‘শিক্ষায় আমরা সেভাবে পরিবর্তন আনিনি, আনার চিন্তাও করিনি’—এটা দুঃখজনক

নবীন বরণ অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সভাপতিত্বে এবং সহযোগী অধ্যাপক জাকির হোসেন চৌধুরী বাবরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নোবিপ্রবি’র প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবদুল বাকী, কোষাধ্যক্ষ নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ এনামুল হক, নোবিপ্রবি আবদুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. মেহেদী হাসান রুবেল।

এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুজ জাহের, সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের সহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

বক্তারা নবীনদের স্বাগত জানিয়ে বলেন, স্মার্ট বাংলাদেশে প্রযুক্তির অপব্যবহার না করে সঠিক ব্যবহারের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে দেশকে ও দেশের মানুষকে ভালোবাসে বিবেকবান মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানান।

এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নবীনদের পদচারণায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় পুরো ক্যাম্পাসে। নবীনদের বরণের পর কলেজ ক্যাম্পাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।