২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:১০

ক্যাম্পাসের কুকুরগুলোকে ভ্যাকসিন দিলো হাবিপ্রবি প্রশাসন

ভ্যাকসিন দেওয়া হচ্ছে কুকুরকে   © টিডিসি ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পালিত হয়েছে বিশ্ব জলাতঙ্ক দিবস। "জলাতঙ্কের অবসান সকলে মিলে সমাধান" এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কর্মসূচির অংশ হিসেবে সকাল ৮ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের সামনে বিশ্ববিদ্যালয়ে থাকা কুকুরগুলোকে ভ্যাকসিন প্রদান করা হয়। 

ইন্টারন্যাশনাল ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইভিএসএ) এবং দিনাজপুর জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষ্যে এ ভ্যাকসিন প্রদান করা হয়।   

ক্যাম্পাস ও এর আশেপাশের কুকুরগুলোকে ভ্যাকসিন প্রদানের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইভিএসএ এর প্রধান উপদেষ্টা ও ডিভিএম অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মে সালমা। আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা অধ্যাপক ড. এস এম হারুন-উর-রশীদ, অধ্যাপক ড. খালেদ হোসেন ও অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা, দিনাজপুর জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আকবর তৃষা, দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া, দিনাজপুর সদর ভেটেরিনারি সার্জন ডা. মোঃ সারোয়ার হাসান ও আইভিএসএ এর সদস্যবৃন্দ।  

আইভিএসএ এর উপদেষ্টা মেডিসিন সার্জারি এবং অবস্টেট্রিকস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বেগম ফাতেমা জোহরা বলেন, আমাদের উদ্দেশ্য হচ্ছে  ক্যাম্পাসের মধ্যে যে কুকুরগুলো আছে সবগুলোকে ক্রমান্বয়ে ভ্যাক্সিনেশন করা। এর মাধ্যমে  জলাতঙ্কের মত ভয়ানক জেনেটিক রোগ ও পরিবেশগত ঝুঁকি প্রতিরোধ করতে পারব। এটি বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য গুরুত্বপূর্ণ। এই ভেকসিনেশনের মাধ্যমে সরকারের ২০৩০ সালের মধ্যে জলাতঙ্ক মুক্ত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেদিকে আমরা এগিয়ে যেতেপারব।   

আরও পড়ুন: গুচ্ছের কোন বিশ্ববিদ্যালয়ে কত আসন ফাঁকা?

দিনাজপুর জেলা ভেটেরিনারি অফিসার ডা. আশিকা আকবর তৃষা বলেন, ক্যাম্পাসের কুকুগুলোকে ভ্যাক্সিনেশন করে আমরা ক্যাম্পাস জলাতঙ্ক মুক্ত করার যে প্রত্যয় নিয়েছি আশাকরি সেটি সফল হবে। এখন কুকুরগুলোর প্রজনন সময় চলছে। এই সময় আমরা যদি কুকুরগুলোকে খাবার দেই, বিরক্ত ও উত্যক্ত না করি তাহলে তারা সুরক্ষিত থাকবে। আমরাও সুরক্ষিত থাকতে পারব। 

উল্লেখ্য, বিশ্ব জলাতঙ্ক দিবস পালনের অংশ হিসেবে গতকাল (২৭ সেপ্টেম্বর) বিকালে একটি শোভাযাত্রা এবং আলোচনা সভা করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ২ এ ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. উম্মে সালমার  সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ খালেদ হোসেন এবং আলোচক হিসাবে ছিলেন ভেটেনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. এস. এম. হারুন উর রশীদ । 

এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলতাফ হোসেন ,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. গোলাম কিবরিয়া ও ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।