এশিয়ান গেমসে অংশ নিয়েছে যবিপ্রবির শুভ ও ইলিয়াস
চীনে অনুষ্ঠিত এবারের এশিয়ান গেমসে অংশগ্রহণ করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থী আল নাহিয়ান শুভ ও মো. ইলিয়াস। যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আল-নাহিয়ান শুভ খেলবেন বাংলাদেশ জাতীয় হকি দলের হয়ে এছাড়া একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইলিয়াস খেলবেন তায়কোয়ান্দোকা-৫৮ কেজিতে।
আগামী ২৪ সেপ্টেম্বর (রবিবার) চীনের হংজু তে জাপানের বিপক্ষে প্রথম মাঠে নামবে বাংলাদেশ জাতীয় হকি দল আর ২৫ সেপ্টেম্বর (সোমবার) মাঠে নামবেন বাংলাদেশের ফাইট ইভেন্টের একমাত্র খেলোয়াড় ইলিয়াস।
১৯তম এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য ১৮ সদস্য বিশিষ্ট একটি হকি দল কোরিয়ান কোচ ইয়াং কুই কিম ও ম্যানেজার মাহবুব ঈষাণ রানার নেতৃত্বে ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন। ২০ দিনের এই সফরে নিজ বিশ্ববিদ্যালয় ও দেশকে এগিয়ে নিতে চান শুভ।
দেশের হয়ে খেলার সুযোগ পেয়ে আল নাহিয়ান শুভ বলেন, বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে খেলার অনুভূতি বলে বুঝানোর ভাষা আমার নেই। এই খেলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আমি অনেক আনন্দিত। সবচেয়ে বড় পাওয়া হলো বাংলাদেশের পতাকাকে এশিয়ার মঞ্চে তুলে ধরতে পারবো। দেশের হয়ে সেমিফাইনাল খেলতে চাই, দেশের সাথে সাথে আমার বিশ্ববিদ্যালয়কেও সম্মানিত করতে চাই।
মো. ইলিয়াস বলেন, গত সাউথ এশিয়ান গেমসে ছিল আমার প্রথম আন্তর্জাতিক গেমস। যেহেতু এবারের আসরটি আরও বড় পর্যায়ের, পূর্বের অভিজ্ঞতায় কিছুটা চাপ কমেছে। আমি এই ইভেন্টে নিজের সেরা পয়েন্ট পেতে চাই।