নোবিপ্রবির সেরা অনুসন্ধান প্রতিবেদক ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’-এর ইমাম

নোবিপ্রবির দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমাম হোসেন মিয়াজী
নোবিপ্রবির দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমাম হোসেন মিয়াজী  © টিডিসি ফোটো

অনুসন্ধান ভিত্তিক রিপোর্টে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সেরা প্রতিবেদক নির্বাচিত হয়েছে দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমাম হোসেন মিয়াজী। সোমবার(১১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট রুমি ভবনে নোবিপ্রবি সাংবাদিক সমিতির ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সেরা প্রতিবেদক হিসেবে ঘোষণা করা হয়।  

নোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি আব্দুল কবীর ফারহানের সভাপতিত্বে এবং বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মাইনুদ্দিন পাঠান ও যুগ্ম সাধারণ সম্পাদক সাবিহা তাসমিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.দিদার-উল-আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড.আব্দুল বাকী, নোয়াখালী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার মেয়র মোহাম্মদ সহিদ উল্ল্যাহ খান এবং  বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং সাংবাদিক সমিতির উপদেষ্টা অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। এছাড়াও  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও নোয়াখালী পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নোবিপ্রবি সাংবাদিক সমিতির সেরা তিন প্রতিবেদককে পুরস্কার প্রদান করেন অতিথিরা। সেরা ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে পুরস্কার গ্রহণ করেন আরটিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো.রিয়াদুল ইসলাম, সেরা ফিচার ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে পুরস্কার গ্রহণ করেন মানবকন্ঠের মো.ফাহাদ হোসেন।

সেরা অনুসন্ধানী ক্যাম্পাস প্রতিবেদক হিসেবে পুরস্কার গ্রহণ করেন ডেইলি ক্যাম্পাসের বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি মো.ইমাম হোসেন। বর্তমানে তিনি নোবিপ্রবি সাংবাদিক সমিতির দপ্তর সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে ফাউন্টেন পেন ম্যাগাজিনের মোড়ক উন্মোচন, নোবিপ্রবি সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী কমিটির নেতৃবৃন্দ  নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে  দায়িত্ব হস্তান্তর করেন এবং নোবিপ্রবি সাংবাদিক সমিতি কর্তৃক আয়োজিত ফটোকন্টেস্ট এ সেরা ৫ জনকে সম্মাননা স্মারক ও সার্টিফিকেট প্রদান করা হয়।


সর্বশেষ সংবাদ