বর্ধিত সভায় অনুপস্থিত পাবিপ্রবি ছাত্রলীগের ১০ নেতাকে শোকজ

লোগো
লোগো  © ফাইল ছবি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের ১০ নেতাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে শাখা ছাত্রলীগ। শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ সফল করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-২ এ শাখা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে অনুপস্থিত থাকায় তাদের শোকজ করা হয়েছে।

তাদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানিয়ে অনুপস্থিত ১০ নেতাকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে লিখিত নোটিশের জবাব সশরীরে উপস্থিত থেকে দিতে বলা হয়েছে।

শোকজ পাওয়া ১০ ছাত্রলীগ নেতা হলেন- পাবিপ্রবি শাখা ছাত্রলীগের সহ-সভাপতি অলক সরকার, মাহমুদুল হাসান, বি এম জুনায়েদ, আবদুল্লাহ আল-মামুন খান, শাহেদ হোসেন, মো. বিল্লাল হোসেন, শুভ হাসান, মো. লাওহী মাহফুজ সুমন, রেদওয়ান আহমেদ অভি এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিংকন হোসেন।

আগামী ১ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রসমাবেশ করতে যাচ্ছে ছাত্রলীগ। এই সমাবেশে সারা দেশ থেকে পাঁচ লাখের বেশি শিক্ষার্থীকে জড়ো করার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগেও এ দেশে বহু সভা-সমাবেশ, জমায়েত অনুষ্ঠিত হয়েছে। কিন্তু শুধু শিক্ষার্থী বন্ধুদের নিয়ে এত বড় সভা আগে আয়োজিত হয়নি। এ কারণে আমরা বলছি, আগামী পয়লা সেপ্টেম্বরের ছাত্র সমাবেশ হবে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্র সমাবেশ।


সর্বশেষ সংবাদ