পাবিপ্রবির নির্মাণাধীন ছাত্রাবাস থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

নির্মাণাধীন ভবনে শ্রমিকের জুতা
নির্মাণাধীন ভবনে শ্রমিকের জুতা  © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নির্মাণাধীন একটি ছাত্রাবাস থেকে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হন আরও একজন।

শুক্রবার (২৫ আগস্ট) সকালে নির্মাণাধীন বিশ্ববিদালয়ের শেখ রাসেল হলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন-রাজশাহীর গোদাগাড়ীর বিগ্রাম ঘন্টি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে আসাদুল আলী (২৭) ও চাঁপাইনবাবগঞ্জের চর বাসুদেবপুর বাগানপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে তুহিন (২৫)। আহত রবিউল আওয়াল (৩০) চাঁপাইনবাবগঞ্জের চর অনুপনগর পশ্চিমপাড়া গ্রামের নয়ন আলীর ছেলে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে নির্মাণাধীন শেখ রাসেল হলের ৯ তলার বাইরের অংশে কাজ করছিলেন শ্রমিকরা। তারা দড়ি ঝুলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এসময় হঠাৎ দড়ি ছিঁড়ে নিচে পড়ে যান তিন নির্মাণশ্রমিক। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যান।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। দুর্ঘটনার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খতিয়ে দেখবে।


সর্বশেষ সংবাদ