র‌্যাগিংয়ে জড়ালে পুলিশের হাতে তুলে দেব: ওরিয়েন্টশনে যবিপ্রবি ভিসি

নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন
নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন  © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, এ বিশ্ববিদ্যালয় র‌্যাগিংয়ের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। র‌্যাগিংয়ে কেউ জড়িত থাকলে, তাকে ছাড়া হবে না, প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

বুধবার (২৩ আগস্ট) সকাল ও বিকেলে দুটি পর্যায়ে অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টশনে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। ওরিয়েন্টেশনের শুরুতে শোকাবহ আগস্ট স্মরণে ভর্তিকৃত শিক্ষার্থীরা ও উপস্থিত সকলেই ক্যালোব্যাজ ধারণ করেন। পরবর্তীতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, নদীতে যখন বান আসে, মাঠ-ঘাট ভাসিয়ে নিয়ে যায় তখন তা পলিমাটিতে উর্বর হয়। তবে পলিমাটির পাশাপাশি কিছু আগাছাও আসে, যেগুলো মাটির ফসল ফলাতে বাধা দেয়। তোমাদের জীবনেও এমন আগাছা আসবে, সেগুলো উপড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, তোমাদের অনেকে ন্যায় ও নীতির কথা বলে ন্যায়হীন ও নীতিহীন কর্মকাণ্ডে উৎসাহ দেবে, সেগুলোতে জড়াবে না। নিজেদের আলোকিত ও দক্ষ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এ বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান নিয়েই জ্ঞানের আলোকবর্তিকা হয়ে বেরিয়ে যাবে। নিজেকে এমন যোগ্য ও দক্ষ করে গড়ে তুলবে যেন কারোর কাছে হাত পাততে না হয়, শিক্ষক হিসেবে এটাই আমাদের প্রত্যাশা।

ওরিয়েন্টেশনে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান বলেন, তোমরা যারা এ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলে, তারা অনেক ভাগ্যবান। কারণ এখানে শিক্ষা ও গবেষণার যে পরিবেশ রয়েছে তাতে তোমরা একজন আলোকিত মানুষ হয়ে এ বিশ্ববিদ্যালয় থেকে বের হতে পারবে।

ওরিয়েন্টেশনের দুটি পর্যায়েই যবিপ্রবির ডিনবৃন্দ তাদের অধীনে স্ব স্ব বিভাগসমূহের চেয়ারম্যান ও ভর্তিকৃত শিক্ষার্থীদের সঙ্গে সকলের পরিচয় করিয়ে দেন। শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রধানগণও তাদের কার্যক্রম তুলে ধরেন এবং সেবাসমূহের বর্ণনা দেন।

দুটি পর্যায়ের ওরিয়েন্টশনে সভাপতিত্ব করেন এ সংক্রান্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এবং পরিচালনা করেন যবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. আশরাফুজ্জামান জাহিদ। পূর্ব ঘোষণা অনুযায়ী, আগামী ২৬ তারিখ শনিবার থেকেই যবিপ্রবির প্রথম বর্ষের সকল বিভাগেরই ক্লাস শুরু হবে।


সর্বশেষ সংবাদ