বাঁচতে চান রাবিপ্রবির সাইফুল, প্রয়োজন আর্থিক সহায়তা
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সপ্তম ব্যাচের শিক্ষার্থী সাইফুল ইসলাম ন্যাপ্রোপ্যাথি রোগে আক্রান্ত হয়েছেন। তিনি গত ৬ আগস্ট কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে আছেন। অবস্থার অবনতি ও তার ডান পাশের কিডনি সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ায় গত ১৬ আগস্ট তা অপারেশন করে ফেলে দেওয়া হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে বাম পাশের কিডনিটিও প্রায় ২৫% ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। তাকে হাসপাতালে ডাক্তারের পর্যবেক্ষণে থাকতে হবে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, অপারেশন করায় প্রতিদিন হসপিটালের সিট ভাড়া ও ড্রেসিং খরচ বাবদ মোট ৩ হাজার টাকা করে খরচ হচ্ছে। এই অপারেশনের পর তাকে আরো দুই মাস চিকিৎসকের পর্যবেক্ষণে থাকতে হবে। পরিবারে আর্থিক অসচ্ছলতা ও অতি দারিদ্রতার কারণে তার পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না।
কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালের ইউরোলজি বিভাগের চিকিৎসক ইসরাফিল সরকার জানিয়েছেন, ইনফেকশন হওয়ার কারণে সুস্থ হয়ে উঠতে রোগীর আরো বেশ কিছুদিন সময় লাগবে। তবে কতদিন লাগবে তা বলা যাচ্ছে না। এসময়ের মধ্যে ধৈর্য ধরে চিকিৎসা চালিয়ে যেতে হবে।
এদিকে, সাইফুলের পরিবারের একার পক্ষে এ ব্যায়ভার বহন করা কষ্টসাধ্য হয়ে পড়ছে। এমন পরিস্থিতিতে তার সহপাঠীরা সকলের কাছে আর্থিক সহযোগিতা এবং দোয়া কামনা করেছেন। তারা সাইফুলকে আবারো সুস্থ করে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে চান। অর্থের অভাবে বন্ধুর অকাল মৃত্যু দেখতে চান না তারা। সাইফুল ইসলামের বাড়ি খাগড়াছড়িতে।
পরিবার ও সহপাঠীদের পক্ষ থেকে নিচের নাম্বারে আর্থিক সহায়তার পাঠানোর জন্য অনুরোধ করা হয়েছে। সাহায্য পাঠানোর ঠিকানা- বিকাশ: 01882-231396। নগদ: 01833-713034।