ফুসফুস ইনফেকশনে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
ফুসফুস ইনফেকশন এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মো. আসহাব আলী নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন।
মেহেরপুরের গাংনী থানার মো.আক্কাস আলীর ছেলে আসহাব আলী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। শনিবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৮ টার দিকে ঢাকায় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
আসহাব আলীর সহপাঠীরা জানান, তিনি মাত্র সাড়ে তিন ফুট উচ্চতাবিশিষ্ট ছিলেন। তবে শারিরীক এই প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। পড়ালেখার পাশাপাশি রাজনীতি এবং বিভিন্ন সামাজিক কর্মকান্ডেও ছিল তার সরব অংশগ্রহণ। ক্যাম্পাসে ছোট-বড় সকলের কাছেই বেশ সমাদৃত ছিলেন আসহাব।
সহপাঠীরা আরও জানান, আসহাব দীর্ঘদিন ফুসফুসে ইনফেকশন, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট নিয়ে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন। পরবর্তীতে তার ফুসফুসের ফাঙ্গাস ধরা পরে। অবস্থার অবনতি ঘটলে গত ১২ আগস্ট তাকে ঢাকায় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শনিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।