আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার সেমিফাইনালে যবিপ্রবির জহির
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জহির রায়হান ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসের সেমিফাইনালে উঠেছেন। চীনের চেংগুতে ২০০ মিটার স্প্রিন্টে ২১ দশমিক ৮৪ টাইমিংয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছেন তিনি।
আজ (৪ আগস্ট) বিকেলে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে জহির গত মাসে থাইল্যান্ডে এশিয়ান অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপেও ২০০ মিটার সেমিফাইনালে উঠেছিলেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আন্তর্জাতিকভাবে বৈশ্বিক গেমস হয়। এই গেমসে এবার বাংলাদেশের দুজন অ্যাথলেট অংশ নিচ্ছেন। তাদের মধ্যে যবিপ্রবির জহির রায়হান ২০০ মিটার স্প্রিন্টে আর ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাজী তামান্না হার্ডেলস ইভেন্টে অংশগ্রহণ করেছেন।
এর আগে ১৯৯১ সালে ইংল্যান্ডের শেফিল্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে ১০০ ও ২০০ মিটার দৌড়ে সেমিফাইনালে অংশ নিয়েছিলেন বাংলাদেশের ফারহাদ জেসমিন লিটি ।