২৬ জুলাই ২০২৩, ১১:২৮

রাবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়ায় খাবারের দাম-মান নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা

রাবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়া  © টিডিসি ছবি

বছর খানেক আগে ঘটা করে উদ্বোধন করা হয় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ক্যাফেটেরিয়া। উদ্বোধনের পরে ক্যাফেটেরিয়ার সংকট কাটলেও এখনো পুরো সমস্যার সমাধান দেখেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাফেটেরিয়ার খাবারের দাম ও মান নিয়ে রয়েছে নানান অভিযোগ। 

শিক্ষার্থীদের অপেক্ষাকৃত কম দামে ভালো মানের খাবার সরবরাহের জন্যই সাধারণত বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ক্যাফেটেরিয়া বা খাবারের দোকানের অনুমতি দিয়ে থাকে কর্তৃপক্ষ। দেশের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন মালিকরাও বিষয়টি মেনেই তাদের ব্যবসা কার্যক্রম পরিচালনা করেন। তবে রাবিপ্রবিতে দেখা গেছে এর বিপরীত চিত্র। নানান অজুহাতে বাইরের তুলনায় বেশি দামে খাবার বিক্রি করছেন কাফেটেরিয়া কর্তৃপক্ষ। 

শিক্ষার্থীদের অভিযোগ, খাবারের দাম বেশি কিন্তু সে তুলনায় খাবারের পরিমাণ বাহিরের তুলনায় অনেক কম। পাশাপাশি শিক্ষার্থীবান্ধব বসার সুন্দর পরিবেশ দিতে পুরো ব্যর্থ ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ। দাম বৃদ্ধির কারণে প্রয়োজনের তুলনায় অল্প খাবার কিনেই ক্ষান্ত থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এর মাঝে কখনো রোদে দাঁড়িয়ে কিংবা বৃষ্টিতে ভিজে নানান ভোগান্তির মাঝে খাবার সংগ্রহ করছেন তারা। 

সরজমিনে পরিদর্শন করে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় কর্তৃক খাবারের কোন দাম নির্ধারণ না থাকায় ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ তাদের ইচ্ছে মতো দাম নিচ্ছেন। ফলাফল কিছু শিক্ষার্থী অর্থ সংকটের কারণে দুপুরের খাবারের পরিবর্তে হালকা নাস্তা করে পুষিয়ে নেয়ার চেষ্টা করছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক ক্যাফেটেরিয়ার এক কর্মচারী বলেন, ক্যাফেটেরিয়ার ভাড়া, কর্মচারী ও রাধুনির খরচ দিয়ে আমাদের সামান্য লাভ থাকে। এছাড়াও স্থানীয় বাজার থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রয়োজনীয় জিনিসপত্র আনতে উল্টো পরিবহনের অতিরিক্ত খরচ প্রদান করতে হয়। এসব দিক বিবেচনা করে এর চেয়ে কম দামে খাবার বিক্রি করলে আমাদের কিছুই থাকেনা। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, ক্যাফেটেরিয়ার কমিটিকে দ্রুত আলোচনায় বসতে আমরা তাগিদ দিয়েছি। ক্যাফেটেরিয়া শিক্ষার্থীদের সুবিধার কথা ভেবে তৈরি করা হয়েছে। দাম নির্ধারণসহ শিক্ষার্থীরা যেন উপকৃত হয় আমরা তার জন্য কাজ করে যাচ্ছি। আশা করি দ্রুত এই সমস্যা সমাধান হয়ে যাবে। 

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের আশ্বাসের পর রাবিপ্রবির ক্যাফেটেরিয়ার সমস্যা কবে সমাধান হবে তা এখন শুধুই অপেক্ষার বিষয়। তবে শিক্ষার্থী মনে করেন, প্রশাসনের সদিচ্ছা থাকলে যে কোন সমস্যা খুব দ্রুত সমাধান সম্ভব।