ফের অনলাইন ক্লাসে ফিরছে যবিপ্রবি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

আবারও অনলাইন ক্লাসে ফিরছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সকল ডিন, চেয়ারম্যান ও দপ্তর প্রধানদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের ক্লাস অনলাইনে নির্ধারিত রুটিন অনুযায়ী পরিচালিত হবে। প্রত্যেক বিভাগের নিজস্ব ডিজিটাল ক্লাসরুম থেকে এ অনলাইনে ক্লাস পরিচালিত হবে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে পরিচালন ও উন্নয়ন বাজেটের কতিপয় ব্যায় স্থগিত/হ্রাসকরণ ও বিদেশভ্রমণ সীমিতকরন প্রসঙ্গে সরকারের প্রজ্ঞাপন অনুযায়ী, যবিপ্রবি জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে আগামীকাল অফিস আদেশের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে যবিপ্রবি অনলাইন ক্লাসের মাধ্যমে একাডেমিক কার্ড পরিচালনা করেছিল।


সর্বশেষ সংবাদ