যবিপ্রবির ঝিনাইদহ ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ভেটেনারি মেডিসিন অনুষদের (ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ) সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড (সভা, সমাবেশ, মিছিল এবং রাজনৈতিক পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড স্থাপন ও প্রদর্শন) বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশের ক্ষেত্রেও সময়সীমা বেধে দেওয়া হয়েছে। এ আদেশ অমান্য করা হলে সে-সব শিক্ষার্থীর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (৯ জুলাই) যবিপ্রবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিসে আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের (ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজে) সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির প্রেক্ষিতে যবিপ্রবি RULES OF DISCIPLINE FOR STUDENTS এর আলোকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত উক্ত অনুষদে অধ্যয়নরত শিক্ষার্থীদের সকল প্রকার রাজনৈতিক কর্মকান্ড (সভা, সমাবেশ, মিছিল এবং রাজনৈতিক পোস্টার, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড স্থাপন ও প্রদর্শন) বন্ধ ঘোষণা করা হলো।’
আরও বলা হয়েছে, ‘আদেশ অমান্যকারী শিক্ষার্থী/শিক্ষার্থীদের বিরুদ্ধে যবিপ্রবি RULES OF DISCIPLINE FOR STUDENTS এর বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো শিক্ষার্থী/শিক্ষার্থীরা অন্য কোনো শিক্ষার্থীকে/শিক্ষার্থীদেরকে রাজনৈতিক কর্মকান্ড পালনে জোরপূর্বক বাধ্য করে তাহলে বাধ্যকারী শিক্ষার্থী/শিক্ষার্থীদের বিরুদ্ধেও যবিপ্রবি RULES OF DISCIPLINE FOR STUDENTS এর বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’