০৩ জুলাই ২০২৩, ১৫:৩১

কিউএস র‍্যাঙ্কিংয়ে সরকারি-বেসরকারির মধ্যে ৫ম চুয়েট

  © টিডিসি ছবি

যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি কর্তৃক ২০২৪ সালের জন্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ার ৯২তম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান অর্জন করেছে। এছাড়া সারাদেশের মধ্যে শীর্ষ ১৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫ম, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২য় সেরা এবং পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ৩য় সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে চুয়েট। 

পাশাপাশি বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ১২০১-১৪০০ এর মধ্যে এবং বিষয়ভিত্তিক র‍্যাঙ্কিংয়ে ১০১-১৫০ এর মধ্যে অবস্থান করেছে চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগ। গত ২৭ জুন এই র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। বিস্তারিত এই লিংকে (https://tinyurl.com/486z58m5) পাওয়া যাবে।

এবারের র‌্যাংকিংয়ে চুয়েট একাডেমিক রেপুটেশনে স্কোর ১৭.২, এমপ্লয়ার রেপুটেশনে স্কোর ২৩.৬ শতাংশ, ফ্যাকাল্টি পার স্টুডেন্ট অনুপাতে স্কোর ১৭.২ শতাংশ, পেপারস পার ফ্যাকাল্টি স্কোর ১১.৭ শতাংশ, সাইটেশন পার পেপার স্কোর ৪.১ শতাংশ এবং ইন্টারন্যাশনাল রিসার্চ নেটওয়ার্কে ২.২ শতাংশ স্কোর অর্জন করেছে।

প্রসঙ্গত, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং সিস্টেম যা প্রতিবছর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, শিক্ষক-শিক্ষার্থী অনুপাত, আন্তজার্তিক শিক্ষক-শিক্ষার্থীর সংখ্যা, কর্মসংস্থান এবং গবেষণামূলক কাজের ভিত্তিতে প্রকাশিত হয়ে থাকে। উল্লেখ যে, গতবছরও এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে বৈশ্বিক র‌্যাংকিংয়ে ৪০১-৪৫০ এর মধ্যে এবং দক্ষিণ এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৯২তম স্থান অর্জন করেছিল চুয়েট। 

এদিকে বৈশ্বিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়ের এমন ধারাবাহিকভাবে অভূতপূর্ব অর্জনে চুয়েট পরিবারের শিক্ষক-গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।