২৬ মে ২০২৩, ১২:০৪
বুটেক্সে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাব আয়োজন করছে ন্যাশনাল টেক্সটাইল অলিম্পিয়াড। এতে অংশগ্রহণ করছেন ৩২টি ক্যাম্পাসের শিক্ষার্থীরা। আর এ সংক্রান্ত সকল তথ্য প্রতিযোগী এবং আগ্রহীরা পাবেন বুটেক্স ইয়ুথ ডেভেলপমেন্ট ক্লাবের ফেসবুক পেজে।
প্রতিযোগিতায় দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত কলেজ ও অন্যান্য ইনস্টিটিউশনে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ুয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করছেন। কনটেন্ট রাইটিং, টেক্সটাইল কুইজ, আর্ট কনটেস্ট, ফটোগ্রাফি কনটেস্ট, ভিডিও প্রেজেন্টেশনের মতো প্রতিযোগিতাগুলো থাকবে এবারের আয়োজনে।
প্রতিযোগিতার বিষয়বস্তু অনলাইনে জমা দিতে পারবেন প্রতিযোগীরা। আগামী ১১ জুন বুটেক্স ক্যাম্পাসে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। একইদিন পুরস্কৃত করা হবে বিজয়ীদের। গত ২২ মে থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন শেষ হবে আগামী ২৮ মে।