২৫ মে ২০২৩, ১৮:৪৪

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত বশেমুরবিপ্রবি

গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত বশেমুরবিপ্রবি  © ফাইল ছবি

গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার সকল প্রস্ততি সম্পন্ন করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন (বশেমুরবিপ্রবি)।

শনিবার (২৭ মে) বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিতব্য ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষায় অংশ নেবে ৩৫৯ জন পরীক্ষার্থী। এছাড়াও এ কেন্দ্রে আগামী ৩ জুন ২০২৩ ‘এ’ ইউনিটভুক্ত বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় ১,৬০৯ জন পরীক্ষার্থী অংশ নেবার কথা রয়েছে।

প্রসঙ্গত, গত ২০ মে ২০২৩ থেকে গুচ্ছভুক্ত দেশের ২২টি পাবলিক বিশ্ববিদ্যালয়র স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এবার তিনটি ইউনিটে পরীক্ষার জন্য মোট আবেদন পড়েছে ৩ লাখ ৩ হাজার ২৩১টি।