প্রধানমন্ত্রীকে বিএনপি নেতা চাঁদের হুমকি রুখে দিতে সচেষ্ট হাবিপ্রবি শিক্ষকরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদের গত ১৯ মে প্রকাশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে "কবরে পাঠিয়ে দিব” বক্তব্যের মাধ্যমে হত্যার হুমকি'র প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় ও গণতন্ত্রে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ।

বুধবার (২৪ মে) গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম ও সাধারণ সম্পাদক ড. রোজীনা ইয়াসমীন লাকী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বে বাংলাদেশ যখন দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে, মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, এবং ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে তখনই একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। তাদের উদ্দেশ্য দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করা, গণতন্ত্রকে হত্যা করে জাতিকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করা।

আবু সাইদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার যে হুমকি দিয়েছে তা শুধু তার একক বক্তব্য নয়, এটি বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করতে কালো আইন জারি করা সেই দলের ভাষা, হত্যা ও অগ্নিসন্ত্রাসী দলের ভাষা। এটি স্বাধীনতা বিরোধীদের গভীর ষড়যন্ত্রের অংশ, দেশের উন্নয়কে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।

বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণকারী গণতান্ত্রিক শিক্ষক পরিষদ গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং গণতন্ত্রকে হত্যার যে হুমকি দিয়েছে তা রুখে দিতে সদা সচেষ্ট। এদেশ যেন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশে পরিনত হয়। সেই লক্ষ্যে কাজ করে যেতে আমরা বন্ধ পরিকর। এ জঘন্য হুমকি প্রদানকারী আবু সাইদ চাঁদ কে দ্রুততম সময়ের মধ্যে আইনানুগ শাস্তির আওতায় আনার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।

 এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সকল সদস্যদের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তার।


সর্বশেষ সংবাদ