আবাসিক হলে গলায় ফাঁস নিলেন রুয়েট ছাত্র
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্র আত্মহত্যা করেছেন। আজ বুধবার (১৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ শহীদুল্লাহ হলের নিজ রুমে তিনি আত্মহত্যাচেষ্টা করেন। পরে সহপাঠীরা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্মহনন করা ওই ছাত্রের নাম তানভীর আহমেদ। তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল বিভাগের ১৮ সিরিজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিদুল ইসলাম বলেন, তানভীর রুয়েটের শহীদ শহীদুল্লাহ হলের ৩৫৫ নম্বর কক্ষে থাকতেন। তিনি আত্মহত্যার উদ্দেশ্যে নিজ কক্ষে গলায় ফাঁস দেন। তাৎক্ষণিকভাবে সহপাঠীরা উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
এই চিকিৎসক আরও বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে