১৬ মার্চ ২০২৩, ১০:২৬

প্রকৌশল গুচ্ছের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল

প্রকৌশল গুচ্ছভুক্ত রুয়েট, কুয়েট ও চুয়েট  © ফাইল ছবি

দেশের তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। সভার সময় এখনো নির্ধারিত না হলেও আগামী সপ্তাহে হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সভায় বসে এভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। আগামী সপ্তাহে এ সভা হতে পারে।

এর আগে জুনের মধ্যেই ভর্তি পরীক্ষা শেষ হবে বলে জানানো হয়েছিল গুচ্ছ কমিটির পক্ষ থেকে। প্রকৌশল গুচ্ছভুক্ত অন্য দুই বিশ্ববিদ্যালয় হলো রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট)।