২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:০১

চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে: পবিপ্রবি উপাচার্য

নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন পবিপ্রবি উপাচার্য ও শিক্ষকরা  © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেছেন, শিক্ষার্থীদের বিজ্ঞান ভিত্তিক আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ২০২১-২০২২ শিক্ষাবষের্র বিভিন্ন অনুষদের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন (নবীনবরণ) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

উপাচার্য বলেন, আগামী দিনের চ্যালেন্জ মোকাবেলায় এবং চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দিতে দক্ষ মানব সম্পদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে; সেজন্য দক্ষতা অর্জন করতে হবে।

অনুষ্ঠানে ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাসের সভাপতিত্বে ও রেজিস্ট্রার (অ. দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেরর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত। 

অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে প্রজেক্টর প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরা হয়। অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রী সহ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।