ফুলেল শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির

ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির
ফুলেল শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির  © টিডিসি ফটো

একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোবারক হোসেন, প্রক্টর ড. মো: কামরুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, ইংরেজি বিভাগের সভাপতি ও শিক্ষক সমিতির সদস্য মো: হাবিবুর রহমান, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি মো: আশরাফুল আলম, সাধারণ সম্পাদক  মো: আবদুল্লাহ আল মামুন এবং সংগঠনের অন্যান্য সদস্যরা।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিক সমিতির সভাপতি মো: আশরাফুল আলম বলেন, ‘১৯৫২ তে মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের আত্মত্যাগের কারণেই আজ বিশ্বে বাংলা ভাষা সম্মানজনক স্থান লাভ করেছে। আমরা চেষ্টা করবো বাংলা ভাষার এই মর্যাদা সর্বদা অটুট রাখার এবং সঠিকভাবে বাংলা ভাষা চর্চা করে ভাষাকে আরও সমৃদ্ধ করার।’

আরও পড়ুন: মাতৃভাষা দিবসে জাতিসংঘের বাংলা ফন্ট ইউনিকোড প্রকাশ

সাধারণ সম্পাদক মো: আবদুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলা ভাষা আমাদের অহংকার। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে, ১৯৫২ তে যেই ভাষার জন্য বাংলা মায়ের সূর্য সন্তানরা প্রাণ দিয়েছিল আজ আমরা তরুণ সমাজ সেই ভাষাকেই সঠিকভাবে মূল্যায়ন করছি না। আজ এই শহীদ দিবসে এটিই প্রত্যাশা যে সকল ক্ষেত্রে যেন বাংলা ভাষার চর্চা বৃদ্ধি করা হয়। পাশাপাশি তরুণ প্রজন্মকে বাংলা ভাষা সম্পর্কে জানতে ও বাংলা  ভাষার চর্চায় আগ্রহী করে তুলতে যেন সরকারি পর্যায়েও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়।’