পাবিপ্রবিতে আসন ফাঁকা ৭৩
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ১৪ তম ধাপে ভর্তি কার্যক্রম শেষে এখনও ৭৩ টি আসন শূন্য রয়েছে। এসব আসনে আগামী ২০ ফেব্রুয়ারি ১৫ তম ধাপের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক ও পাবিপ্রবির ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব মো: ফজলে রাব্বি খান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় এ, বি ও সি ইউনিটের মেধাক্রমানুযায়ী প্রকাশিত ফলাফলের ভিত্তিতে মনোনীত শিক্ষার্থীরা এ বিজ্ঞপ্তির অনুযায়ী ভর্তি হতে পারবেন। আগামী সোমবার এ ভর্তি প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী গণিতে ১ টি, ভূগোল ও পরিবেশে ৩ টি, ভূগোল ও পরিবেশে ১৭ টি, সমাজকর্মে ১৮ টি, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজে ২৪ টি এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টে ৬ টি আসন শূন্য রয়েছে। এদের মধ্যে এ ৬৩ টি আসন এ ইউনিটভুক্ত, ৬ টি বি ইউনিটভুক্ত এবং ৪ টি সি ইউনিটভুক্ত।
ভর্তি সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, ভর্তির জন্য প্রদত্ত তালিকা হতে বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিভাগসমূহের শূন্য আসনে ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ২০/০২/২০২৩ খ্রি. তারিখ সকাল ৯:৩০ টা হতে বেলা ০১:০০ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্রসহ সাক্ষাৎকার প্রদান ও শূন্য আসনে চূড়ান্ত ভর্তির কার্যক্রম আইসিটি সেল (প্রশাসনিক ভবনের ৫ম তলা)-এ সম্পন্ন করতে হবে। কেউ যথাসময়ে সাক্ষাৎকারে উপস্থিত না হলে ভর্তির জন্য বিবেচিত হবে না।
যেসব কাগজপত্র জমা দিতে হবে: পূরণকৃত ভর্তি ফরমের দুই কপি প্রিন্ট (এ-ফোর সাইজের অফসেট কাগজে); এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট, মূল নম্বরপত্র ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত মূল প্রশংসাপত্র; প্রযোজ্য ক্ষেত্রে প্রাথমিক ভর্তির সময় নম্বরপত্র সমূহ দাখিলের রশিদ; এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, নম্বরপত্র ও সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি এক সেট; ভর্তি পরীক্ষায় পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত মূল প্রবেশপত্র ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের (ল্যাব প্রিন্ট) চার কপি রঙিন সত্যায়িত ছবি।
বিশ্ববিদ্যালয় নির্ধারিত 'ফি' প্রদান করা যাবে ২০ ফেব্রুয়ারি সোমবার দুপুর ২ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত। নির্ধারিত 'ফি' সমূহ জনতা ব্যাংকের পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখায় ব্যাংকে সংরক্ষিত নির্দিষ্ট ফরমে জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে। ভর্তি ফি প্রদানের মূল রশিদ নির্ধারিত সময়ের মধ্যে অফিসে জমা দিতে হবে।