ভালো ফলাফলই জীবনের সবকিছু নয়: সুবিপ্রবি উপাচার্য
একটি ভালো ফলাফল যেমন খুবই দরকার, তেমানি ভালো ফলাফলই জীবনের সবকিছু নয়; মানবিক গুণাবলি সম্পন্ন একজন মানুষ হওয়াটা খুবই জরুরী বলে জানিয়েছেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (সুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু নঈম শেখ।
বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে সদ্য ঘোষিত ২০২২ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান (মাদ্রাসা ও কারিগরি) পরীক্ষায় অংশগ্রহণকারী এবং উত্তীর্ণদের শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পাঠানো এক বার্তায় তিনি এই কথা জানান।
শুভেচ্ছা বার্তায় উপাচার্য বলেন, মানবিক গুণাবলি সম্পন্ন একজন মানুষ হওয়াটা খুবই জরুরী। আকাশ ছুঁতে চাইলে কিন্তু আকাশ ছোঁয়া যাবে না এটা যেমন সত্যি। অন্য দিকে কোন আকাশটা ছুঁতে চাও সেটা নির্দিষ্ট করাটা কিন্তু খুবই আবশ্যক। একজন মানুষের একারই সবকিছু হবে সেটা যেমন বাস্তব সম্মত নয়, ঠিক তেমনই একজন মানুষ কিছুই হতে পারবেনা সেটাও কিন্তু বাস্তব সম্মত নয়।
অধ্যাপক ড. মোঃ আবু নঈম শেখ ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা তুলনামূলকভাবে ভালো ফলাফল করতে পারনি তাদেরকেও অভিনন্দন। অনেক দোয়া ও শুভ কামনা থাকবে তাদের জন্য যারা শেষ অভিনন্দনটা গ্রহণ করতে পারবে; সব ভালো যার শেষ ভালো তার।
প্রসঙ্গত, গতকাল সকালে ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ, যা গতবারের চেয়ে ৯ দশমিক ৩১ শতাংশ কম।
এবারের ফলাফলে দেখা গেছে, মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন, যা গতবারের চেয়ে ১ লাখ ৯৪ হাজার ২৯৪ জন কম। গত বছর পাসের হার ৯৫ দশমিক ২৬ শতাংশ থাকলেও এ বছর তা ৮৫ দশমিক ৯৫ শতাংশ।
ফলাফলে ২০২২ সালে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে। এবার ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন জিপিএ-৫ পেয়েছেন। গত বছর এর সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯। ২০২১ সালের তুলনায় এ বছর জিপিএ-৫ কম পেয়েছে ১২ হাজার ৮৮৭ জন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৮৭ দশমিক ৮৩ শতাংশ, বরিশালে ৮৬ দশমিক ৯৫ শতাংশ, চট্টগ্রামে ৮০ দশমিক ৫০ শতাংশ, কুমিল্লায় ৯০ দশমিক ৭২ শতাংশ, দিনাজপুরে ৭৯ দশমিক ০৮ শতাংশ, রাজশাহীতে ৮১ দশমিক ৬০ শতাংশ, সিলেটে ৮১ দশমিক ৪০ শতাংশ, ময়মনসিংহ ৮০ দশমিক ৩২ শতাংশ ও যশোরে ৮৩ দশমিক ৯৫ শতাংশ। আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৫৬ শতাংশ ও কারিগরি শিক্ষাবোর্ডে ৯৪ দশমিক ৪১ শতাংশ।
বোর্ড ভিত্তিক ফলাফলে দেখা গেছে, ঢাকা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬২ হাজার ৪২১ জন, রাজশাহীতে ২১ হাজার ৮৫৫ জন, কুমিল্লায় ১৪ হাজার ৯৯১ জন, যশোরে ১৮ হাজার ৭০৩ জন, চট্টগ্রামে ১২ হাজার ৬৭০ জন, বরিশালে ৭ হাজার ৩৮৬ জন, সিলেটে ৪ হাজার ৮৭১ জন, দিনাজপুরে ১১ হাজার ৮৩০ জন ও ময়মনসিংহে ৫ হাজার ২৮ জন। আর মাদ্রাসা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৪২৩ জন ও কারিগরি শিক্ষাবোর্ডে পেয়েছেন ৭ হাজার ১০৪ জন।