শাবিপ্রবিতে আজ দুই ধাপে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের পৃথক ওরিয়েন্টেশন হবে আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)। দুই ধাপে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টায় ‘এ’ ইউনিটের বিভাগগুলোর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন হবে। আর বেলা ২টায় হবে ‘বি’ ও ‘সি’ ইউনিটের বিভাগগুলোর শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে রোববার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শূন্য ৬৮টি আসনে সরাসরি ভর্তি বা স্পট অ্যাডমিশন নেওয়া হয়। এদিন সমুদ্রবিজ্ঞানে ২টি, এনথ্রোপলিজিতে ১৭টি, রাষ্ট্রবিজ্ঞানে ৪টি, সমাজকর্মে ২৩টি এবং সমাজবিজ্ঞানে ২২টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। কোটা ও সাধারণ মেধায় থাকা ভর্তিচ্ছুদের ডাকা হয়েছিল এদিন।