পাবিপ্রবির নতুন ছাত্র উপদেষ্টা মো. নাজমুল হোসেন

 মো. নাজমুল হোসেন
মো. নাজমুল হোসেন  © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নতুন ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. নাজমুল হোসেন। আগামী ১০ ফেব্রুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

রোববার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতরের অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে আগামী ১০/০২/২০২৩ ইং তারিখ হতে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য মো. নাজমুল হোসেনকে ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক এর দায়িত্ব প্রদান করা হয়েছে। ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক এর দায়িত্ব পালনের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়মানুযায়ী দায়িত্বভাতাদি প্রাপ্য হবেন।

নিয়োগ পাওয়ার বিষয়ে মো. নাজমুল হোসেন বলেন, 'নতুন দায়িত্বের জন্য প্রশাসনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি সঠিকভাবে আমার দায়িত্ব পালন করতে পারবো। এই দায়িত্ব পালনে প্রশাসন-শিক্ষার্থীসহ সকলের সহযোগিতা কামনা করছি।'


সর্বশেষ সংবাদ