র‍্যাগিংয়ের অভিযোগে চুয়েটের ৬ শিক্ষার্থীকে শোকজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটাে

র‌্যাগিংয়ের অভিযোগে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ৬ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ করা হয়েছে। নোটিশপ্রাপ্তরা সবাই ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, গত ২ জানুয়ারি দিবাগত রাত সোয়া ১২টায় বঙ্গবন্ধু হলের ছাদে ২০২১-২২ শিক্ষাবর্ষের চার শিক্ষার্থীকে র‍্যাগিং দেওয়ার সময় ২০২০-২১শিক্ষাবর্ষের ৬ শিক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভিজিল্যান্স টিম এ বিষয়ে লিখিত অভিযোগ দেয়। অভিযোগ অনুযায়ী শিক্ষার্থীদের নোটিশ করা হয়েছে। আগামী ১০ জানুয়ারি বিকাল ৩টার মধ্যে নোটিশপ্রাপ্তদের ছাত্রকল্যাণ দপ্তরে সশরীর হাজির হয়ে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

জানতে চাইলে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক রেজাউল করিম গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন র‌্যাগিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। আগামী ১১ জানুয়ারি নোটিশপ্রাপ্তদের বিষয়ে সভা হবে। সভায় তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে সুপারিশ করা হবে।


সর্বশেষ সংবাদ