প্রথমবারের মত ট্রেজারার পেল বশেমুরবিপ্রবি
শিক্ষা কার্যক্রম শুরুর এক যুগ পরে প্রথমবারের মত ট্টেজারার পেয়েছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)।
বুধবার (৪ জানুয়ারি) শিক্ষা মন্ত্রনালয়ের, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মোছা: রোখছানা বেগম সাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. মোঃ মোবারক হোসেনকে চার বছরের জন্য বশেমুরবিপ্রবির ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ (১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো: মোবারক হোসেনকে চার বছরের জন্য ট্রেজারার হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
আরও পড়ুন: যুবলীগ নেতার গুলিতে রিকশাচালক নিহত, গুলিবিদ্ধ আরও ২
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয় ট্রেজারার হিসেবে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক গত বছরের ডিসেম্বরের ২৭ তারিখে জারিকৃত ২৬৭ নম্বর প্রজ্ঞাপন অনুসারে তিনি মাসিক সম্মানি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১৩ নং ধারার উপধারা (৩), (৪), (৫), (৬) ও (৭) অনুসারে ট্রেজারারের দায়িত্ব পালন করবেন।
প্রসঙ্গত, ২০০১ সালে জাতীয় সংসদে বশেমুরবিপ্রবি আইন-২০০১ পাসের মধ্য দিয়ে বশেমুরবিপ্রবি যাত্রা শুরু করলেও বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম শুরু হয় ২০১০ সালে।