বশেমুরবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত 

  © টিডিসি ফটো

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি কর্তৃক আয়োজিত উদ্যোগে ‘‘অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বিষয়ে স্টক হোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা’’ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার ( ২২ ডিসেম্বর) সকাল ১০ টায় একাডেমিক ভবনের ৫০১ নং কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

আরও পড়ুন: শিক্ষার্থী কমছে আলিয়া মাদ্রাসায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ.কিউ.এম. মাহবুব। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি প্রক্টর ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটির আহবায়ক ড. মোঃ কামরুজ্জামান। এছাড়াও বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার, প্রকৌশলী, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভিন্ন বিভাগের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা ও সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। 

আলোচনা সভা সঞ্চালনা করেন ফাহাদুল ইসলাম ফোকাল পয়েন্ট, অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কমিটি। আলোচনা সভায় বক্তারা অভিযোগ প্রতিকারে বিভিন্ন গ্রহণযোগ্য পদক্ষেপ এবং সকলের সহায়তার বিষয়ে তুলে ধরেন।


সর্বশেষ সংবাদ