১২ ডিসেম্বর ২০২২, ১১:৫৫
বশেফমুবিপ্রবি’র নতুন উপাচার্য জবি অধ্যাপক ড. মো. কামরুল আলম

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুরের (বশেফমুবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। সোমবার (১২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বর্তমানে অধ্যাপক ড. মো. কামরুল আলম খান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভাগ এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালকের দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০১৭ অনুযায়ী তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। তিনি যোগদানের পর থেকে পরবর্তী চারা বছর এ পদে দায়িত্ব পালন করবেন।
সর্বশেষ সংবাদ
{{home_title}}

ছাত্রীদের ‘যৌনকর্মী’ সম্বোধন, মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

রাবি ছাত্রীদের ‘যৌনকর্মী’ বলা সেই ছাত্রদল নেতার শাস্তি পদ ‘সাময়িক স্থগিত’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পরিচয় দেওয়া সেই যুবক ঢাকা কলেজের শিক্ষার্থী নন

সংঘর্ষের পর চবি শিক্ষার্থীদের নিরাপত্তা ও আবাসন নিশ্চিতে ছাত্র অধিকার পরিষদের ৭ দাবি
