৩০ নভেম্বর ২০২২, ১৭:০৬

চুয়েট ক্যারিয়ার ক্লাবের নবীনবরণ অনুষ্ঠিত

চুয়েট ক্যারিয়ার ক্লাবে শিক্ষার্থীদের নবীনবরণ  © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ক্যারিয়ার ক্লাবে নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে নানা আয়োজনে ২০২০-২১শিক্ষাবর্ষের প্রায় ৬০ জনের অধিক শিক্ষার্থীদের বরণ করে নেয় ক্লাবটি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রেজাউল করিম, ক্যারিয়ার ক্লাবের মডারেটর এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষক মেহেদী হাসান চৌধুরী,পানি সম্পদ কৌশল বিভাগের শিক্ষক পোলেন চাকমা, ইলেকট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক প্রিয়ন্তি পাল টু্ম্পা, ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহিদ হাসান ও সম্পাদক আশফাক আসিফ প্রমুখ।

আরও পড়ুন: অপরিকল্পিত উচ্চশিক্ষা: মেধা আর অর্থ দুটোরই অপচয়

অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের সভাপতি জাহিদ হাসান বলেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে ক্যারিয়ার ক্লাবের কর্মসূচি সহায়ক ভূমিকা পালন করে। পাশাপাশি উচ্চ শিক্ষা এবং আগামীদিনের মেধার প্রতিযোগিতায় টিকে থাকতে কিভাবে প্রস্তুত রাখতে হবে সে ব্যাপারে অনুপ্রাণিত করতে ক্লাবটি ভুমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।