শাবিপ্রবির তৃতীয় মেধাতালিকা প্রকাশ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে লগ-ইন করে ‘অফার্ড সাবজেক্ট’ দেখতে পারছেন।
সম্প্রতি শাবিপ্রবির স্নাতক ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, শাবিপ্রবির তিনটি ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন ৩২ হাজার ৩১৩ জন। এদের মধ্যে আবেদন ফি পরিশোধ করেছেন ২৬ হাজার ৬৫০ জন।
বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদন করেছেন ১৯ হাজার ৯০৪ জন। মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৪ হাজার ৭৪৩ জন এবং বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে আবেদন করেছেন দুই হাজার ৩ জন।
তৃতীয় মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করে লগ-ইন করুন
বিশ্ববিদ্যালয়টির ‘এ’, ‘বি’ ও ‘সি’ তিনটি ইউনিটে মোট এক হাজার ৬৬৬টি আসন রয়েছে। এরমধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে সর্বোচ্চ এক হাজার ৫১টি আসন রয়েছে। বি ইউনিটের আসন সংখ্যা মােট ৯৯০।
উপরে উল্লিখিত আসন ছাড়াও মুক্তিযােদ্ধার সন্তান (২৮ জন), ক্ষুদ্র নৃ-গােষ্ঠী/জাতিসত্ত্বা/হরিজন-দলিত (২৮ জন), প্রতিবন্ধী (১৪ জন), চা শ্রমিক (০৪ জন), পােষ্য (২০ জন) এবং বিকেএসপি কোটায় (৬ জন) সর্বমােট ১০০টি আসন সংরক্ষিত রয়েছে।