পবিপ্রবিতে ইন্টারনেট নিয়ে জটিলতায় শিক্ষার্থীরা 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়   © টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট সমস্যা সমাধানের লক্ষ্যে সম্প্রতি নতুন পরিকল্পনা হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ক্ষেত্রে সমস্যা সমাধানের লক্ষ্যে পূর্ববর্তী সম্পূর্ণ ব্যবস্থা বাতিল করে নতুন ব্যবস্থায় হলে ইন্টারনেট সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

পূর্ববর্তী ব্যবস্থায় একটি কেন্দ্রীয় লাইন থেকে সমগ্র ক্যাম্পাস ও হলে ইন্টারনেট সংযোগ প্রদান করা হতো। এবং একই নেটওয়ার্কের আওতায় সমগ্র হলে ইন্টারনেট সংযোগ পাওয়া যেত। এক্ষেত্রে হলের প্রতি ফ্লোরে ৪ কিংবা ৫টি উচ্চক্ষমতাসম্পন্ন রাউটার বসানো ছিলো। তবে এ ব্যবস্থায় বিভিন্ন রুমে সংযোগ পাওয়া যেত না বলে প্রশাসনকে বরাবর অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগের প্রেক্ষিতে সমস্যা সমাধানের লক্ষ্যে প্রতি রুমে আলাদাভাবে সংযোগ প্রদান করার প্রকল্প হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

তবে এতেও আপত্তি জানিয়েছেন কেউ কেউ। ইতোমধ্যে একটি হলে নতুনভাবে ইন্টারনেট সংযোগ দেওয়া হলেও নেটওয়ার্ক সংযোগ ও ইন্টারনেট স্পিড নিয়ে শিক্ষার্থীদের বেশ কিছু অভিযোগ করেছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থী মো. জুবায়ের হাওলাদার বলেন, ‘হলের ইন্টারনেট সংযোগ নিয়ে আমরা বরাবরের মতোই দূর্ভোগে আছি, নতুন সংযোগটি আমাদের পূর্ববর্তী সংযোগের চেয়ে অপেক্ষাকৃত কম গতিসম্পন্ন। এ বিষয়ে প্রশাসনে কয়েকবার অভিযোগ করা হলেও কার্যকর কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি।’

হলের প্রতি কক্ষে আলাদা সংযোগ দেওয়া হলেও কোন ধরনের রাউটারের ব্যবস্থা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের অনেকের পক্ষেই নিজ অর্থায়নে রাউটার ক্রয় করা কষ্টসাধ্য। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তের সাথে যোগাযোগ করা হলে তিনি  দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ইন্টারনেট সমস্যা সমাধানের লক্ষ্যে বেশ কয়েকবার বিটিসিএল এর সাথে যোগাযোগ করা হয়েছে এবং তারা অতি দ্রুত সময়ের মধ্যে সমাধানের ব্যাপারে আশ্বস্ত করেছেন।’

এসময় তিনি আরও বলেন, ‘নতুন সংযোগের ব্যাপারে বেশ কিছু অভিযোগ ছিলো, ইন্টারনেট গতি আগের ১ জিবি থেকে ২ জিবিতে উন্নতি করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।’


সর্বশেষ সংবাদ