১২ নভেম্বর ২০২২, ২৩:৫৩

মাভাবিপ্রবিতে আসন ফাঁকা ৫৮১

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শেষ হয়েছে। প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে বিশ্ববিদ্যালয়টিতে ৫৮১টি আসন ফাঁকা রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে মাভাবিপ্রবিতে মোট আসন রয়েছে ৮২০ টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ২৩৯ জন। A ইউনিটে ভর্তি হয়েছেন ১৯৫ জন। B ইউনিটে ১২ জন ও C ইউনিটে ৩২ জন ভর্তি হয়েছেন। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৫৮১টি আসন ফাঁকা রয়েছে।

আরও পড়ুন: খুবিতে আসন ফাঁকা ৯০০

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।