১২ নভেম্বর ২০২২, ১৭:৪০

নোবিপ্রবিতে ভর্তি হয়েছেন ৫২৪ জন

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ১ম মেরিটের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৫২৪ জন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে নোবিপ্রবিতে মোট আসন রয়েছে এক হাজার ৩৯১টি। প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছেন ৫২৪। সে হিসাবে বিশ্ববিদ্যালয়টিতে এখনো ৮৬৭টি আসন ফাঁকা রয়েছে। 

ওই সূত্র আরও জানায়, প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তি হয়েছেন ৩২৬ জন, মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৯৬ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ভর্তি হয়েছেন ১০২ জন।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।