বুয়েট শিক্ষার্থী ফারদিন হত্যা মামলা ডিবিতে হস্তান্তর
বুয়েট শিক্ষার্থী ফারদিন নূর পরশ (২৪) হত্যা মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদ এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।
হারুন অর রশীদ বলেন, ‘ফারদিন ৪ নভেম্বর নিখোঁজ হন, ৫ নভেম্বর তাঁর বাবা রামপুরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকেই আমরা ছায়া তদন্ত শুরু করি। ৭ নভেম্বর তাঁর লাশ শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার হয়। এর দুই দিন পর গতকাল রাতে তাঁর বাবা বাদী হয়ে রামপুরা থানায় একটি হত্যা মামলা করেন।
আরও পড়ুন: ফারদিনের নিখোঁজ হওয়া ও মৃত্যুতে বুশরার ইন্ধন রয়েছে
মামলায় বুশরা নামের এক শিক্ষার্থীকে আসামি করা হয়েছে। তিনি ফারদিনের বান্ধবী। তাঁকে এর আগেও আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মামলা হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখিয়েছি। তাঁকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।’
তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের পেছনে পারিবারিক, সামাজিক কোনো ঝামেলা ছিল কিনা তা আমরা খোঁজ করছি। সিসি ক্যামেরার ফুটেজ যাচাই বাছাই চলছে। ঘটনাটি কিভাবে ঘটছে আমরা এখনই বলতে পারছি না। একটু সময় লাগবে। আমাদের দুই তিনটি টিম কাজ করছে প্রতিদিন। আরও পারিপার্শ্বিক বিষয় মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।’