বাউয়েটের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য র্যালি
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে এ র্যালি অনুষ্ঠিত হয়।
বাউয়েটের ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল, ট্রেজারার, রেজিস্টার, বিভিন্ন বিভাগের ডিন ও বিভাগীয় প্রধান, ছাত্র কল্যাণ উপদেষ্টা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকমন্ডলী, বাউয়েটের কর্মকর্তা ও কর্মচারী সহ শিক্ষার্থীরা এ র্যালিতে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয়
এছাড়া বাউয়েট কেন্দ্রীয় মসজিদে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া-মোনাজাত এর আয়োজন করা হয়। এসময় শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনাও করা হয়েছে।