০৪ নভেম্বর ২০২২, ০৮:৩১

শাড়িতে আগুন লেগে দগ্ধ রুয়েট ছাত্রী মৌমিতা মারা গেছেন

শাড়িতে আগুন লেগে দগ্ধ রুয়েট ছাত্রী মৌমিতা মারা গেছেন
দীপাবলির প্রদীপ  © সংগৃহীত

দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মৌমিতা সাহা মারা গেছেন। বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

মৌমিতা (২৩) রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

এর আগে গত সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ হন মৌমিতা। তিনি রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার রাতেই মৌমিতাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানোর নির্দেশ দেন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।