ক্যান্সারে মারা গেলেন বশেমুরবিপ্রবির শিক্ষক
ব্রেইন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ(বশেমুরবিপ্রবি)’র কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসই) বিভাগের সহকারী অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি।
মঙ্গলবার(০১ নভেম্বর) দিবাগত রাত ২টায় মারা যান তিনি। আজ এক শোক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বশেমুরবিপ্রবি ‘র রেজিস্ট্রার মো. দলিলুর রহমান। তাতে জানানো হয়েছে, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এফ. এম. রাহাত হাসান রবি দিবাগত রাত ২.০০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
আরও পড়ুন: সিএসপি ফেলোশিপ নিয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার সুযোগ
ওই শোক বার্তায় আরও জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় পরিবার সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এফ. এম. রাহাত হাসান রবি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। পাশাপাশি শোক বার্তায় তাঁর পরিবার ও পরিজনরা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে সে প্রত্যাশাও ব্যক্ত করা হয়।
প্রসঙ্গত, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক এফ এম রাহাত হাসান রবি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) ১০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিঙয়ের (সিএসই) শিক্ষার্থী ছিলেন।