এবারও অটো পাসের অপেক্ষায় শিক্ষার্থীরা: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ  © লোগো

অবিলম্বে দেশের কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, করোনার অজুহাতে দেশের কওমি মাদ্রাসা বন্ধ থাকায় ছাত্র, শিক্ষক ও অভিভাবক সবাই চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

আজ শনিবার (১২ জুন) এক বিবৃতিতে তিনি মাদ্রাসা খুলে দাওয়ার দাবি জানান। বিবৃতিতে তিনি বলেন, করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাব্যবস্থা। শিক্ষার সঙ্গে জড়িত সবকিছুতেই বিপর্যয় নেমে এসেছে। লাগাতার ১৬ মাস ধরে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয় বন্ধ। শিক্ষার্থীরা পড়ার টেবিল ছেড়ে এবারও অটো পাসের অপেক্ষায়।

ইউনুছ আহমাদ  বলেন, দেশের প্রায় প্রতিটি কওমি মাদ্রাসায় এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং রয়েছে। লিল্লাহ বোর্ডিংয়ে লাখ লাখ এতিম, গরীব, অসহায় ও অনাথ শিক্ষার্থীদের ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। সমাজের বিত্তবান মানুষের যাকাত, ফেতরা ও অনুদানে পরিচালিত লিল্লাহ বোর্ডিং এর মাধ্যমে কওমি মাদ্রাসাগুলো এই বিশাল দায়িত্ব পালন করে থাকে।


সর্বশেষ সংবাদ