আলেমদের গালি-গালাজ করে সরকারের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: চরমোনাই পীর

  © ফাইল ফটো

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, দেশের শীর্ষ ওলামায়ে কেরামের বিরুদ্ধে একটি মহল গালি-গালাজ করে সরকার ও ইসলামপন্থিদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ইসলামবিরোধী এই চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত।

তিনি অবিলম্বে এধরনের উসকানিমূলক বক্তব্য বন্ধের দাবি জানান। আজ সোমবার (৭ ডিসেম্বর) বিকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় চরমোনাই পীর এসব কথা বলেন।

বৈঠকে দেশের উদ্ভুত পরিস্থিতিতে আগামীকাল মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চরমোনাই পীর বক্তব্য রাখবেন।

যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, সহকারি মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।


সর্বশেষ সংবাদ