০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৭

এবার পে-স্কেলের মহাসমাবেশে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত কর্মচারীদের

কর্মচারী সংগঠনের নেতারা  © ফাইল ছবি

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আগামী শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকায় মহাসমাবেশ করবে সরকারি কর্মচারীরা। এ কর্মসূচিতে ইতোমধ্যে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা। শিক্ষকদের পর এবার এমপিওভুক্ত কর্মচারীদের মহাসমাবেশের সাথে একাত্মতা পোষণ করে কর্মসূচিতে উপস্থিত থাকার ঘোষণা দিয়েছেন তারা।

বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারীদের পক্ষে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির সাথে একাত্মতা পোষণ করার ঘোষণা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী জাতীয় ঐক্য পরিষদের মুখপাত্র এবং বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক মো. জাফর আলী বলেন, ‘পে-স্কেলের মহাসমাবেশে এমপিওভুক্ত কর্মচারীরাও উপস্থিত থাকবে।’

বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, ‘নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ আগামী ৫ ডিসেম্বর, ২০২৫ (শুক্রবার) কেন্দ্রীয় শহিদ মিনারে মহাসমাবেশের আয়োজন করেছেন। উক্ত দাবির সাথে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ (বাবেশিপ্রতৃকেপ) একাত্মতা প্রকাশ করছে এবং মহাসমাবেশকে সফল করতে সর্বাত্মক সহায়তা করতে প্রস্তুত রয়েছে।’

বিজ্ঞপ্তিতে মহাসমাবেশ সফল করতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটি, জেলা ও উপজেলা কমিটিসহ সর্বস্তরের সকল সদস্যদেরকে সমাবেশে অংশগ্রহণের অনুরোধ করা হয়েছে।